Jadu Kore Jay

জাদু করে যায়, হুঁশ যে উড়ায়
জাদু করে যায়, হুঁশ যে উড়ায়
কি আছে তোমারই ও দু'টি চোখেতে
ও, জাদু করে যায়, হুঁশ যে উড়ায়
কি আছে তোমারই ও দু'টি চোখেতে
ও, জাদু করে যায়, হুঁশ যে উড়ায়

তুমি যে রয়েছো ওগো আমারই বুকে
পাশাপাশি রয়ে যাবো সুখে-দুঃখে
ও, তুমি যে রয়েছো ওগো আমারই বুকে
পাশাপাশি রয়ে যাবো সুখে-দুঃখে
তুমি যে আমারই ওগো হাসি-কান্নায়
তুমি যে আমারই ওগো আলো-আশায়
ভালো যে বাসায়, স্বপ্ন দেখায়

কি আছে তোমারই ও দু'টি চোখেতে
ও, জাদু করে যায়, হুঁশ যে উড়ায়

জনমে জনমে তাই একই সাথে
ফিরে এসে হাতখানি রাখবো হাতে
ও, জনমে জনমে তাই একই সাথে
ফিরে এসে হাতখানি রাখবো হাতে
একই ডালে মোরা যেন ফোটা দু'টি ফুল
একই সাথে ঝরে যাবো, হবে না যে ভুল
মন ছুঁয়ে যায় আশায় আশায়

কি আছে তোমারই ও দু'টি চোখেতে
জাদু করে যায়, হুঁশ যে উড়ায়



Credits
Writer(s): Bhushan Dua, Lakshmi Kanta Roya
Lyrics powered by www.musixmatch.com

Link