Mawla

মাওলা
মাওলা, তোমার দুনিয়ায়
মন ভাঙলেই জানি ভাঙে তোমারই ঘর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর
অন্তরে অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর

কেন মন দিলা, প্রেম দিলা, দিলা মনে ঝড়?
মাওলা আমার, ইয়া মাওলা
মাওলা, তোমার এই দুনিয়ায়
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর

মাওলা, তোমার মহিমায়
মাওলা, তোমার মহিমায় দেখো না চাহিয়া
মনের টানে মন আসে ঝড় তুলিয়া

ধুয়ে যাবে, মুছে যাবে, ভেঙে যাবে সব বাধা
থাকো যদি মাওলা তুমি অন্তরের ভিতর
মাওলা আমার, ইয়া মাওলা
মাওলা, তোমার এই দুনিয়ায়
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি, খেলছো আপন-পর

তুমি মানুষ বানাইলা
তুমি মানুষ বানাইলা, অন্তর দিলা
তার ভেতরে প্রেমের পিদিম দিলা জ্বালাইয়া

এ কী খেলা তুমি খেলো, মনে আগুন তুমি জ্বালো
সেই আগুনে পুড়ে মাওলা কতো যে অন্তর
মাওলা আমার, ইয়া মাওলা
মাওলা, তোমার এই দুনিয়ায়
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর

কেন মন দিলা, প্রেম দিলা, দিলা মনে ঝড়?
মাওলা আমার, ইয়া মাওলা
মাওলা, তোমার এই দুনিয়ায়
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর
মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর

অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর
অন্তরে-অন্তরে, মাওলা, তোমার ঘর
সেই ঘরে বইসা তুমি খেলছো আপন-পর



Credits
Writer(s): Shouquat Ali Imon, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link