Onurodh Kore Ar Ki Hobe

অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?
ও, অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?

ইচ্ছেগুলো হারিয়ে যায়
চেয়ে কিছু না পাওয়ায়
একাকী দিন চলে যায় নীরবে

অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?

চাই যেমন, হবে তেমন
এই ভেবে হাত রাখি
আঁধারে খুঁজি রাত জাগা জোনাকী
ও, চাই যেমন, হবে তেমন
এই ভেবে হাত রাখি
আঁধারে খুঁজি রাত জাগা জোনাকী

জোনাকীরা তোমার মতন
আসে যায় নিজের মতন
একাকী দিন চলে যায় নীরবে

ও, অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?

একটি বার ভালোবাসার
চোখ মেলে দাও উঁকি
দু'জনে মিলে হারাবো, নেই ঝুঁকি
ও, একটি বার ভালোবাসার
চোখ মেলে দাও উঁকি
দু'জনে মিলে হারাবো, নেই ঝুঁকি

তুমি আমি উড়ে যাবো
সবকিছু ভুলে যাবো
একাকী দিন চলে যায় নীরবে

অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?

ইচ্ছেগুলো হারিয়ে যায়
চেয়ে কিছু না পাওয়ায়
একাকী দিন চলে যায় নীরবে

অনুরোধ করে আর কী হবে?
যেমন আছো তুমি, ঠিক তাই রবে
আমাকে বুঝবে বলো না আর কবে?



Credits
Writer(s): Joy Sarkar, Zulfiquer Russell
Lyrics powered by www.musixmatch.com

Link