Lukochuri Lukochuri Golpo

লুকোচুরি লুকোচুরি গল্প
তারপর হাতছানি অল্প
লুকোচুরি লুকোচুরি গল্প
তারপর হাতছানি অল্প
চায় চায় উড়তে উড়তে
মন চায় উড়তে উড়তে

টুপটাপ টুপটাপ বৃষ্টি
চেয়ে থাকে অপলক দৃষ্টি
টুপটাপ টুপটাপ বৃষ্টি
চেয়ে থাকে অপলক দৃষ্টি
চায় চায় উড়তে উড়তে
মন চায় উড়তে উড়তে

হাঁটি হাঁটি পা পা শুরু হয়
ভয় হয়, শুধু ভয়, ভয় হয়
হাঁটি হাঁটি পা পা শুরু হয়
ভয় হয়, শুধু ভয়, ভয় হয়

হাঁটি হাঁটি পা পা শুরু হয়
ভয় হয়, শুধু ভয়, ভয় ভয়
চায় চায় উড়তে উড়তে
মন চায় উড়তে উড়তে

আশা আশা চারপাশে কুয়াশা
আয়নার কোল জুড়ে দুরাশা
চায় চায় উড়তে উড়তে
উমম হুমম আহা

লুকোচুরি লুকোচুরি গল্প
তারপর হাতছানি অল্প
লুকোচুরি লুকোচুরি গল্প
তারপর হাতছানি অল্প
চায় চায় উড়তে উড়তে
মন চায় উড়তে উড়তে



Credits
Writer(s): Debajyoti Mishra, Enamul Karim Nirjhar
Lyrics powered by www.musixmatch.com

Link