Ekta Siri Bhangar Anko (From "Mando Basar Galpo")

একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে

একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে

তবুও তুমিও আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে
গানেরা চলবে
তারারা জ্বলবে
রাতেরা ঢলবে
তোমার নামে

একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে

হয়ত তুমি, হয়ত আমি
লিখছি রোজের চুপকাহিনী
সামলে রাখছি সকল দাবিদাওয়া
হয়ত বোবা বুকপকেটে
বৃষ্টি ভিজছে একলা চিঠি
থাকার বলতে সেটুকুই থেকে যাওয়া

তবুও তুমিও আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে
গানেরা চলবে
তারারা জ্বলবে
রাতেরা ঢলবে
তোমার নামে

একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে

হয়ত বুঝতে পারছি না আর
ক্ষতির হিসেব কার কতটা
থাকছে জমে বেকার পলিথিনে
হয়ত আমার জন্মদিনে
কিনবে তুমি একটা জামা
খয়রি হবে সেটা দিনে দিনে

তবুও তুমিও আজ ঘুমিও
দেখা না দিও পিছুর টানে
গানেরা চলবে
তারারা জ্বলবে
রাতেরা ঢলবে
তোমার নামে

একটা সিড়ি ভাঙ্গার অংক
খেলতে খেলতে নামছি দুজন
নামতে নামতে বয়স বেড়ে যাচ্ছে
যোগ-বিয়োগের পাতায় পাতায়
তোমার সঙ্গে বাঁধছি জীবন
বাঁচতে বাঁচতে সময় কমে আসছে



Credits
Writer(s): Ashok Bhadra
Lyrics powered by www.musixmatch.com

Link