Ek Je Kishore Chhilo

এক যে ছিল রাজপুত্তুর
সবেতে সে বাহাদুর
তবু তারই জন্যে
জুটলো না রাজকন্যে

এক যে ছিল রাজপুত্তুর
সবেতে সে বাহাদুর
তবু তারই জন্যে
জুটলো না রাজকন্যে

আচ্ছা, তারপর কী হলো?

ঢোল পিটিয়ে সে শোনালো
"পাত্র আমি অতি ভালো"
"পাত্র আমি অতি ভালো"
ঢোল পিটিয়ে সে শোনালো
"পাত্র আমি অতি ভালো"

হায় কলিকাল, এমনই কপাল
সেধে সেধেই দিন গেল
ইশ, খুব যে দরদ দেখছি

ওগো দরদি কন্যে
আর কেঁদো না তার জন্যে
এবার আমায় তুমি বলো
রাজকন্যার কী হলো
বলো, বলো, চুপ কেন?

ওগো দরদি কন্যে
আর কেঁদো না তার জন্যে
এবার আমায় তুমি বলো
রাজকন্যার কী হলো
রাজকন্যা? তার আবার কী হবে?
শুনবে?

এক যে রাজকন্যা ছিল
কত ঢঙই সে দেখালো
এক যে রাজকন্যা ছিল
কত ঢঙই সে দেখালো

হয়েও মেয়ে, হলো না বিয়ে
চুলগুলোই পেকে গেল
কী? (থুরি থুরি)
ঝগড়াটি বুড়ি হলো
কী? (না, না)
মাথায় যে তার গোবরপোড়া
বুঝলো না কী হারালো

এক যে ছিল রাজপুত্তুর
এক যে ছিল রাজকন্যা
ভাগ্যটা দু'জনারই শত্তুর
কারো কিছুই জুটলো না



Credits
Writer(s): Sree Jayanta, Tapan Bhattacharjee
Lyrics powered by www.musixmatch.com

Link