De De Pal Tule De

দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা

দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা

মদিনায় নবি এল মা আমেনার ঘরে
হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে
(সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা)
মদিনায় নবি এল মা আমেনার ঘরে
হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে
(সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা)

দয়াল মুর্শিদ যার সখা, তার কীসের ভাবনা
দয়াল মুর্শিদ যার সখা, তার কীসের ভাবনা
আমার হৃদয়মাঝে কাবা, নয়নে মদিনা
আমার হৃদয়মাঝে কাবা, নয়নে মদিনা

সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা (আল্লাহ)
সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা (আল্লাহ)
সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা (আল্লাহ)

ঐ নুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে
সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে
(সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা)
ঐ নুরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে
সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে
(সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা, সা-নি-নি-সা-সা)

দয়াল মুর্শিদি যার সখা, তার কীসের ভাবনা
দয়াল মুর্শিদি যার সখা, তার কীসের ভাবনা
আমার হৃদয়মাঝে কাবা, নয়নে মদিনা
আমার হৃদয়মাঝে কাবা, নয়নে মদিনা

দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা

দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
দে দে পাল তুলে দে, মাঝি, হেলা করিস না
ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা

ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা
তুই ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা



Credits
Writer(s): Traditional, Barenya Saha
Lyrics powered by www.musixmatch.com

Link