Tumi Amar Kache

আমার কাছে তুমি মানে সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে অন্য রকম
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি
দিনে রাতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছুনা
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
হেই হেই হেই আহো হেই হেই হেই...

হা হা...
আমার কাছে তুমি মানে আমার সব কিছু
তাই পাগলের মতো ছুটি তোমার পিছু
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা
না দেখিলে মুখটা তোমার হয় উতলা
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছুনা
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
হেই হেই হেই আহো হেই হেই হেই...

আমার কাছে বন্ধু তুমি নাইটের ধূব্রতারা
তোমায় আমি রাত জাগিয়া দেয় বন্ধু পাহারা
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ
কত ভালোবাসি তোমায় জানে নারে কেউ
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছুনা
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসিনা
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
হেই হেই হেই আহো হেই হেই হেই...



Credits
Writer(s): Rr, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link