Sharir Khana Garo

শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
নইলে পরে সব ভণ্ডুল, আর যা কিছু করো
শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
নইলে পরে সব ভণ্ডুল, আর যা কিছু করো

ব্যাংকে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুঁড়ি
আর চর্বি বওয়ার বলদ হলে কিসের জারিজুরি
এই খক্কো খক্কো কাশো যদি বেদম হাঁপের টানে
আর দাওয়াই ঢালার পিপে হয়ে বাঁচার কী বা মানে

শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
ফুল কী ফসল যা ফলাবে, জমি তৈরী করো
শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
নইলে পরে সব ভণ্ডুল, আর যা কিছু করো

বাল্মীকি-ব্যাস ছিলেন জেনো দিব্যি পাকা আমটি
ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি
আর নারদ ঠাকুর, ভরতমুনি ছিলেন নাকো শুধু গুণী
হাতের-পায়ের গুল কী ছিলো, মাপ যদি কেউ রাখতো
গামা-গোবর ভ্যাবাচ্যাকা হাঁ হয়ে ঠিক থাকতো

ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য
দু'টি হাজার বছর ধরে থাকতো কি আর শ্রাব্য
কলম থেকেই বুঝি যে তার কবজি কেমনতর
তাই তো বলি শরীর গড়ো, আগে শরীর গড়ো

স্যান্ডো হবো
স্যান্ডো হবো, এই প্রকাণ্ড বুকের ছাতিখানা
আরে শ্যামাকান্ত হয়ে দেবো বাঘের ডেরায় হানা
এই স্যামসন কী হারকিউলিস, কে যে ১৯ কেই-বা ২০
আর ভীষ্ম কিংবা পবনপুত্র কে কার চেয়ে বড়ো

বোঝা কঠিন, তবু বলি

শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
নইলে পরে সব ভণ্ডুল, আর যা কিছু করো
শরীরখানা গড়ো, আগে শরীর গড়ো
নইলে পরে সব ভণ্ডুল, আর যা কিছু করো



Credits
Writer(s): Nachiketa Ghosh, Premendra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link