Akashe Chhannachhara

আকাশে ছন্নছাড়া ছিল যে দিশাহারা
সে পাখির পাখায় তোমার ছোঁয়া পেলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম

আকাশে ছন্নছাড়া ছিল যে দিশাহারা
সে পাখির পাখায় তোমার ছোঁয়া পেলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম

কতবার ঝড়-বাদলে পেয়েছি কত ব্যথা
আজকে প্রথম পেলাম তোমারই এই মমতা
কতবার ঝড়-বদলে পেয়েছি কত ব্যথা
আজকে প্রথম পেলাম তোমারই এই মমতা
বললো এ প্রাণ, "বৌদি হলো মায়েরই এক নাম"

তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম

জীবনে এমন সুধা পাইনি কারো কাছে
বুঝিনি তোমার মাঝেই বোধনের মন্ত্র আছে
জীবনে এমন সুধা পাইনি কারো কাছে
বুঝিনি তোমার মাঝেই বোধনের মন্ত্র আছে
তাই তো এ মন ওই চরণে রাখলো যে প্রণাম

তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম

আকাশে ছন্নছাড়া ছিল যে দিশাহারা
সে পাখির পাখায় তোমার ছোঁয়া পেলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম
তোমার স্নেহ-মায়ার ঘরেই আমি বন্দি হলাম



Credits
Writer(s): Pulak Banerjee, Pintoo Bhattacherjee
Lyrics powered by www.musixmatch.com

Link