Praan Chaay

প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা।
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী!
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা (২)
মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link