Achchha Amon To

আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো
আকাশ মাটির গান গাইত
উত্তর মেরু এসে দক্ষিণ মেরুকে
শীতের গল্প করে যেত
আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো

কথা না বলে মানুষেরা সব যদি বুঝত
দুঃখ কেন উৎসটা যদি তারা খুঁজত
কথা না বলে মানুষেরা সব যদি বুঝত
দুঃখ কেন উৎসটা যদি তারা খুঁজত

সাগরের জল এসে মরুভূমিতে
সোনার ফসল গড়ে দিত

আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো
আকাশ মাটির গান গাইত
উত্তর মেরু এসে দক্ষিণ মেরুকে
শীতের গল্প করে যেত
আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো

রাতপাখিরা যদি রোদ্দুর চোখ মিলে দেখত
চাঁদের রাতে জ্যোৎস্নায় সূর্যকে খুঁজত
রাতপাখিরা যদি রোদ্দুর চোখ মিলে দেখত
চাঁদের রাতে জ্যোৎস্নায় সূর্য কে খুঁজত

মানুষেরা বন্ধু পরস্পরের
ঈশ্বর তাঁর কাছে পরাজিত

আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো
আকাশ মাটির গান গাইত
উত্তর মেরু এসে দক্ষিণ মেরুকে
শীতের গল্প করে যেত
আচ্ছা, এমন তো হতে পারতো
আচ্ছা, এমন তো হতে পারতো

আচ্ছা, এমন তো হতে পারতো



Credits
Writer(s): Soumitra Chatterjee, Samaresh Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link