Hath Chuye

হাত ছুঁয়েছে হাতের আঙুল, ঠোঁটে ঠোঁটের টান
মাতলা নদী করছে এখন সাগরেতে স্নান

হাত ছুঁয়েছে হাতের আঙুল, ঠোঁটে ঠোঁটের টান
মাতলা নদী করছে এখন সাগরেতে স্নান

একে একে খসলো পালক
নামিয়ে পাতা বুজেছে চোখ
বুকে এলো বান
মাতলা নদী করছে এখন সাগরেতে স্নান

মুখের ভাষা বদলেছে স্বর ভীষণ আকাঙ্ক্ষায়
চাতক তখন আপন মনে পিপাসা মেটায়

মুখের ভাষা বদলেছে স্বর ভীষণ আকাঙ্ক্ষায়
চাতক তখন আপন মনে পিপাসা মেটায়

তুমি কে, আমি কে তোমার
কিছুই মনে পড়ছে না আর
ভুলে অবস্থান
মাতলা নদী করছে এখন সাগরেতে স্নান

নখের আঁচড় এলোমেলো কী জ্বালা ধরায়
পূর্ণিমা অম্লান হয়েছে এ অমাবস্যায়

নখের আঁচড় এলোমেলো কী জ্বালা ধরায়
পূর্ণিমা অম্লান হয়েছে এ অমাবস্যায়

শিরায় শিরায় দুবড়ে নাচন
ওঠানামায় মরণ-বাঁচন
সুখের সন্ধান
মাতলা নদী করছে এখন সাগরেতে স্নান

হাত ছুঁয়েছে হাতের আঙুল, ঠোঁটে ঠোঁটের টান
মাতলা নদী করছে এখন সাগরে স্নান



Credits
Writer(s): Tapan Kumar Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link