Nodir Gotibidhi Bojha Daay

নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়
এই দেখি উচ্ছল ফাগুন হাওয়ায়
এই আবার টলমল ভরা বরষায়

হায়, নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়

পিছনে যে পাহাড়ের কঠিন বাঁধন
সামনে সমুদ্রের মধু গরজন
পিছনে যে পাহাড়ের কঠিন বাঁধন
সামনে সমুদ্রের মধু গরজন
এদিকে ওদিকে ছোটে জোয়ার ভাটায়
এদিকে ওদিকে ছোটে জোয়ার ভাটায়

হায়, নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়

নদী মানে শুধু একূল ওকূল নয়
মাঝ দরিয়ায় মাঝি হলেও তো ভুল হয়
নদী মানে শুধু একূল ওকূল নয়
মাঝ দরিয়ায় মাঝি হলেও তো ভুল হয়

কূলে কূলে কানাকানি কত না মুখর
কেউ কি বোঝে নদী কোথা খোঁজে ঘর
কূলে কূলে কানাকানি কত না মুখর
কেউ কি বোঝে নদী কোথা খোঁজে ঘর
নিজেও বোঝে না বুঝি, তাই অসহায়
নিজেও বোঝে না বুঝি, তাই অসহায়

হায়, নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়
এই দেখি উচ্ছল ফাগুন হাওয়ায়
এই আবার টলমল ভরা বরষায়

হায়, নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়
নদীর গতিবিধি বোঝা দায়



Credits
Writer(s): Jatileswar Mukhopadhya
Lyrics powered by www.musixmatch.com

Link