Pakhi O Pakhi

ও পাখি পাখি ও পাখি
ও পাখি পাখি ও পাখি
বলে দে পাখি ওকে ডেকে রে
ও না এলে বাঁচব না সে কোন কথারে
কথা থাক যদি না আসে রাতে
তার জন্যে নেইকো আমার কোনই ব্যাথারে
বলে দে বলে দে

আমি কি ওর খেলনা নাকি
শুধু খেলাঘরে বাঁধা আমি
আমি কি ওর খেলনা নাকি
শুধু খেলাঘরে বাঁধা আমি
ইচ্ছেমত হাসাবে আর
ইচ্ছে মতই কাঁদাবে
না এলোতো এলোনা
আমায় সেতো পেলনা
না এলোতো এলোনা
আমায় সেতো পেলনা
যারে যা পাখি বলনা ওকে
ও না এলে বাঁচব না সে কোন কথারে
বলে দে

নিজের হাতে তুলব গোলাপ
নিজেই দেব আমি খোপাতে
নিজের হাতে তুলব গোলাপ
নিজেই দেব আমি খোপাতে
আমার এ গান আমি শুনব
চাই না ওকে আর শোনাতে
না এলোতো এলোনা
আমায় সেতো পেলনা
না এলোতো এলোনা
আমায় সেতো পেলনা
যারে যা পাখি বলনা ওকে
ও না এলে বাঁচব না সে কোন কথারে
বলে দে



Credits
Writer(s): Pulak Banerjee, Mrinal Bandopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link