Cholo Na

বলো না কীভাবে বলি তোমায়
করেছ পাগল প্রথম দেখায়
হয়েছি তোলপাড় অচেনা ঘোরে
তোমায় নিতে চাই আপন করে

চলো না দুজনে কাছে আসি
চলো না মেঘে মেঘে দূরে ভাসি
চলো না কিছু না মেনে ভালোবাসি
চলো না সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলো না
চলো না, চলো না

আমাদের গল্প হবে রুপকথা
ছাড়িয়ে স্বপ্নেরই সীমানা
তুমি আমি যেন হব নদীর মতো
বয়ে যাব ছুঁয়ে ছুঁয়ে অজানা

তুমি ছাড়া চায় না কিছু এ মন
তোমাকে নিয়ে সব কল্পনা
হৃদয়ে আমি রাখব তোমায় সারাক্ষণ
তুমি ছাড়া এ মন কিছু না বোঝে না

না, মন সে তো কোন বাঁধা মানে না যে এবার
তুমি হাত ধরে বলো, পাশে থেকে বলো
ভালোবেসে কি হবে না আমার

চলো না দুজনে কাছে আসি
চলো না মেঘে মেঘে দূরে ভাসি
চলো না কিছু না মেনে ভালোবাসি
চলো না সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলো না

বলো না কীভাবে বলি তোমায়
করেছ পাগল প্রথম দেখায়
হয়েছি তোলপাড় অচেনা ঘোরে
তোমায় নিতে চাই আপন করে

চলো না দুজনে কাছে আসি
চলো না মেঘে মেঘে দূরে ভাসি
চলো না কিছু না মেনে ভালোবাসি
চলো না সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলো না



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandyopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link