Protidin Vor Hoy

প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে
প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে

তুমি-আমি মুখোমুখি বসে দুজন
এভাবেই কাটাব সারাটা জীবন
তুমি-আমি মুখোমুখি বসে দুজন
এভাবেই কাটাব সারাটা জীবন

প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে

এত দেখি তবু মন ভরে না যেন
জীবনের শুরুতেই আসোনি কেন?
এত দেখি তবু মন ভরে না যেন
জীবনের শুরুতেই আসোনি কেন?

স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন
এভাবেই কাটাব সারাটা জীবন
স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন
এভাবেই কাটাব সারাটা জীবন

প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে

চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি
হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সবই
চোখে আঁকি সারাক্ষণ তোমারই ছবি
হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সবই

স্বপ্নের মতো লাগে সবই এখন
এভাবেই কাটাব সারাটা জীবন
স্বপ্নের মতো লাগে সবই এখন
এভাবেই কাটাব সারাটা জীবন

প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে
প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে

তুমি-আমি মুখোমুখি বসে দুজন
এভাবেই কাটাব সারাটা জীবন
তুমি-আমি মুখোমুখি বসে দুজন
এভাবেই কাটাব সারাটা জীবন

প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে
শিশিরের ছোঁয়াতেই ফুল ফোটে



Credits
Writer(s): Rr, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link