Tui Hobi Amar (Original)

আমি এলাম নিয়ে আজ
এক রঙ্গিলা মেজাজ
কে আছিস কোথা ভাই
চল বাজা রে সানাই
আজ দেখুক লোকে সব
আজ জানুক লোকে সব
তুই আমার, তুই আমার

চল উঠবো নেচে
আজ মন বলেছে
হবে খুনসুটি দশ বার
হবে হাতে হাতে চার

চল উঠবো নেচে
আজ মন বলেছে
হবে খুনসুটি দশবার
হবে হাতে হাতে চার
তোর হলুদ হলো গা
তুই আমার হয়ে যা
আমি সহজে না মেনে নেবো হার
তুই হবি আমার
তুই হবি আমার
তুই হবি আমার

তোর সাথে আয়
মেতে উঠি বিয়ের খেলায়
ভোর রাতে আয়
চাঁদ হবো তারায় তারায়
কাউকে মানি না
পরোয়া করি না
করে বসি মন যা চায়
কাউকে মানি না
পরোয়া করি না
করে বসি মন চায়

চল উঠবো নেচে
আজ মন বলেছে
হবে খুনসুটি দশবার
হবে হাতে হাতে চার
তোর হলুদ হলো গা
তুই আমার হয়ে যা
আমি সহজে না মেনে নেবো হার
তুই হবি আমার
তুই হবি আমার
তুই হবি আমার

তুই হবি আমার
তুই হবি আমার
তুই হবি আমার



Credits
Writer(s): Jeet Ganguly, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link