Valobashini - Solo Version

কত অশ্রুজল শ্রাবণ মেঘে
কত অভিমান তোমায় ভেবে
তবু চেয়েছি তোমাকে, তোমাকে
কত অশ্রুজল শ্রাবণ মেঘে
কত অভিমান তোমায় ভেবে
তবু চেয়েছি তোমাকে, তোমাকে

এত কাছে তুমি আমারই তবু যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে
এত কাছে তুমি তবু হায় কত যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে আমি

জোছনার রাত মায়াবী আঁধারে
রুমঝুম সুরের মতো
আঁধার ভাঙে চাঁদেরই আলোতে
ছিলে যে তুমি আমারই পাশে

আলো নিভে যায় আঁধারে
জোনাকজ্বলা রাতের শেষে
হারিয়ে খুঁজেছি তোমাকে
তুমি কোথায়?

এত কাছে তুমি আমারই তবু যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে
এত কাছে তুমি তবু হায় কত যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে আমি

ছুঁয়ে যায় দখিনা সমীরণ
অনুভবে তোমার মতো
ভালোবাসি আমি শুধু তোমাকে
চাতক যেমন বাসে চাঁদকে

নদী ছুটে যায় সাগরে
পাখিরা হারায় নীলিমাতে
হারিয়েছি আমি তোমাতে
তুমি কোথায়?

এত কাছে তুমি আমারই তবু যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে
এত কাছে তুমি তবু হায় কত যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে আমি

কত অশ্রুজল শ্রাবণ মেঘে
কত অভিমান তোমায় ভেবে
তবু চেয়েছি তোমাকে, তোমাকেই

এত কাছে তুমি আমারই তবু যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে
এত কাছে তুমি তবু হায় কত যে দূরে
কেন যে ভালোবাসিনি তোমাকে আমি



Credits
Writer(s): Rj Raju, Sajib Das
Lyrics powered by www.musixmatch.com

Link