Byathar Opore Badhu Byatha Deo Na - Original

পরিণত বয়সে ফজিলাতুন্নেসা নামে এক রূপসী, সুশিক্ষিতা, বাকপটু নারীর প্রতি
নজরুল আকৃষ্ট হন
আত্মাভিমানী নারী পুরুষের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণে নারাজ
অথচ নজরুলের প্রেমিক সত্তার দুর্বার আকর্ষণকে উপেক্ষা করাও তার পক্ষে সম্ভবপর ছিল না
তার আচরণে ব্যথাহত কবির মনের আকুলতা ফুটে ওঠে তার রচিত গানে

ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
দলিত এ হৃদি মম
দলিত এ হৃদি মম দলে যেয়ো না
ব্যথা দিও না
ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না

লয়ে কত সাধ আশা
তোমারি দুয়ারে আসা
দিয়াছো যা ভালোবাসা
দিয়াছো যা ভালোবাসা ফিরে নিয়ো না
ব্যথা দিও না

ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না

স্রোতের কুসুম প্রায় ভাসিতাম অসহায়, অসহায়
স্রোতের কুসুম প্রায় ভাসিতাম অসহায়
কোলে তুলে নিয়ে তারে ফেলে দিলে পুনরায়

নিরদয় এ কী খেলা
প্রাণ নিয়ে হেলাফেলা
খেলার লাগিয়া
খেলার লাগিয়া ভালবাসিও না
ব্যথা দিও না

ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
দলিত এ হৃদি মম
দলিত এ হৃদি মম দলে যেয়ো না
ব্যথা দিও না
ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না

ব্যথা দিও না, দিও না
দিও না, না
ব্যথা দিও না
ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না
ব্যথা দিও না
ব্যথা দিও না



Credits
Writer(s): Kazi Nazrul Islam, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link