Khub Jante Icche Kore

খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতোই আছো
তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেকখানি বদলে গেছো
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দু'টো কি জলে ভরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
ব্যাকুল তিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে

তুমি কি সেই আগের মতোই আছো
তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেকখানি বদলে গেছো
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে



Credits
Writer(s): Farid Ahmed, Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link