Jar Hiya Akasher Neel Nilimay

যার হিয়া আকাশের নীল নীলিমায়
মানুষের পৃথিবীর সবুজ সীমায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়
যার হিয়া আকাশের নীল নীলিমায়

যার আলো বেণু আনে সোনালি সকাল
তারা দীপালীকা জ্বালে সাধে চিরকাল
সমীরণে পরশন যে আমারে দিয়ে যায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়

স্বপনে জাগায় মোরে যে আলো আশায়
ভালোবাসা দিয়ে মোরে যে ভালোবাসায়
যার হাসি ফুলে ফুলে, পাখি যার গান গায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়

বন্ধুরে যে বেঁধেছে মিতালি মালায়
ভগিনী ভায়েরে টানে যে প্রীতি ধারায়
পিতারে যে স্নেহ দিলো, মার বুকে মধু হায়
পিতারে যে স্নেহ দিলো, মার বুকে মধু হায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়
মোর যত ছিল গান ঢেলে দিনু তার পায়

যার হিয়া আকাশের নীল নিলীমায়



Credits
Writer(s): Robin Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link