Aami Phulke Jedin Dhore Bendhe

আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি
আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি

মুক্তো ছিল ঝিনুকে, আমি হাতে তুলে নিয়েছি
মুক্তো ছিল ঝিনুকে, আমি হাতে তুলে নিয়েছি
বুঝিনি সেদিন, বড়ো সাধে বুকে দুলিয়ে দিয়েছি
এখন শূন্য ঝিনুক, ছিন্ন হৃদয়
শূন্য ঝিনুক, ছিন্ন হৃদয়, এ কী আলো ধরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি

মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বঁধুকে কাছে ডাকি
তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি
মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বঁধুকে কাছে ডাকি
তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি

নাগেরই মাথায় যে মণি মানায়, তাকে ছিঁড়ে এনেছি
নাগেরই মাথায় যে মণি মানায়, তাকে ছিঁড়ে এনেছি
মণি যে সবার সাজে না, মণিকে ম্লান দেখে জেনেছি
এখন অন্ধ নাগের বিষে বিষে
অন্ধ নাগের বিষে বিষে দেহ-মন-প্রাণ ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি

আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি



Credits
Writer(s): Jatileswar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link