Lonely Very Lonely

তোকে দেখে সরাসরি প্রেমে হলো পড়াপড়ি

তোকে দেখে সরাসরি হলো প্রেমে পড়াপড়ি
আন্দাজে ছিলনা
জানিয়ে হলো না অসময়ের অঘটন
কাকে যে কি বলি
কেন যে বানালি
আমাকে তুই যে আপন
লোনলি ভেরি লোনলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি
কোন পাড়া তোর কোন গলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি

মন মাতাল তোর নেশায়
জানান দিলো তারারা
হোক সকাল হোক বিকেল
বাসবো ভালো সারা রাত
মন মাতাল তোর নেশায়
জানান দিলো তারারা
হোক সকাল হোক বিকেল
বাসবো ভালো সারা রাত
আমায় না জানিয়ে কখনো যাবি না
চোখের সামনে থেকে
কিছুতো কথাতে প্রেমের কবিতাতে
মরেছি তোকে দেখি
লোনলি ভেরি লোনলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি
কোন পাড়া তোর কোন গলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি

চল পালায় এক্ষুনি সবার নজর এড়িয়ে
দার্জিলিং ফুলসেলিং কোথাও এসে বেড়িয়ে
চল পালায় এক্ষুনি সবার নজর এড়িয়ে
দার্জিলিং ফুলসেলিং কোথাও এসে বেড়িয়ে
আমাকে ডোবালি আমারে ভাসালি
আকুল দরিয়ায় এমন
কাকে যে কি বলি কেন যে দেখালি
আমাকে দিন এমন
লোনলি ভেরি লোনলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি
কোন পাড়া তোর কোন গলি
তোকে ছাড়া আমি ভেরি লোনলি



Credits
Writer(s): Savvy, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link