Aamar Bhanga Pother

আমার ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন

এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এল যখন সাড়াটি নাই
গেল চলে জানালো তাই
এমন করে আমারে হায়
কে বা কাঁদায় সে জন ভিন্ন

ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন

তখন তরুণ ছিল অরুণ আলো
পথটি ছিল কুসুমকীর্ণ
বসন্ত যে রঙিন বেশে
ধরায় সে দিন অবতীর্ণ

তরুণ ছিল অরুণ আলো
পথটি ছিল কুসুমকীর্ণ
বসন্ত যে রঙিন বেশে
ধরায় সে দিন অবতীর্ণ

সে দিন খবর মিলল না যে
রইনু বসে ঘরের মাঝে
সে দিন খবর মিলল না যে
রইনু বসে ঘরের মাঝে
আজকে পথে বাহির হব
বহি আমার জীবন জীর্ণ

ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন
তারি গলার মালা হতে
পাপড়ি হোথা লুটায় ছিন্ন
ভাঙা পথের রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link