Hey Mati Hey Snehamoyee

হে মাটি, হে স্নেহময়ী, অয়ি মৌনমূক
অয়ি স্থির, অয়ি ধ্রুব, অয়ি পুরাতন
সর্ব-উপদ্রবসহা আনন্দভবন
শ্যামলকোমলা, যেথা যে-কেহই থাকে
অদৃশ্য দু-বাহু মেলি টানিছ তাহাকে অহরহ
অয়ি মুগ্ধে, কী বিপুল টানে
দিগন্তবিস্তৃত তব শান্ত বক্ষ-পানে

কবি বলেছেন, "দেশ ভৌমিক নয়, দেশ মানসিক"
দেশের মাটি দেশের মানুষের অলঙ্ঘ্য আশ্রয় আর ভালোবাসা
জন্মভূমির উপর টান প্রতিটি মানুষের
আর তাই দেশের মৃত্তিকা আমাদের কাছে মাতৃকা হয়ে ধরা দেয়



Credits
Writer(s): Durbadal Chatterjee, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link