Dekhechi Tomake

দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখে যে মন ভরে না
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে

দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখে যে মন ভরে না
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে
দেখেছি তোমাকে

কেন যে বোঝনা
মনকে আমি যে
কি করে আর বেঁধে রাখি
হ্যাঁ, কেমনে বোঝাই আমি
দিন যে কাটে না
কত যে আর একা থাকি

দাওনা গো ধরা
আমারই সুরে
দাওনা গো ধরা
আমারই সুরে
গেয়ে যাবো আমি তোমায়
আমারই গানে গানে

দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখে যে মন ভরেনা
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে
দেখেছি তোমাকে

তোমাকে না পেলে
এই জীবনেতে
জানিনা কি পাবো আমি
সোনার খনির চেয়ে
ওই সোনা মুখ যে
আমি বলি বেশি দামি

দাওনা গো সাড়া
আমারই ডাকে
দাওনা গো সাড়া
আমারই ডাকে
অভিমানে, অনুরাগে
কি হবে... মনই জানে

দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখেছি তোমাকে
ফুলেরই আসরে
দেখে যে মন ভরে না, হায়
ফিরে ফিরে দেখে যাবার
দুরাশা জাগে প্রাণে

দেখেছি তোমাকে
দেখেছি তোমাকে
দেখেছি তোমাকে



Credits
Writer(s): Jatin Pandit
Lyrics powered by www.musixmatch.com

Link