Valo Achoto

ভালো আছ তো আমাকে ভুলে
পেয়েছ কি সুখের দেখা?
আমিও তো ভালোই আছি
তোমাকে ছাড়া একা একা

তুমি চলে গেছ বলে আমি
একটুও কাঁদিনি
কাঁদব সেদিন শুনব যেদিন
সুখী হতে পারোনি

ভালো আছ তো আমাকে ভুলে

বিশ্বাস করো
অভিযোগ নেই তোমার প্রতি
চিরদিন কেউ পাশে থাকে না
অভিশাপ কেন দেবো
কেউ যদি চলে যায়
জোর করে ফেরানো তো যায় না

তুমি চলে গেছ বলে আমি
একটুও কাঁদিনি
কাঁদব সেদিন শুনব যেদিন
সুখী হতে পারোনি

ভালো আছ তো আমাকে ভুলে

নিঃশ্বাস চাপা
কষ্ট নেই আমার বুকে
নেই কোনো হারানোর বেদনা
কষ্ট কেন পাব
তুমি যদি সুখী হও
রইল আমার শুভকামনা

তুমি চলে গেছ বলে আমি
একটুও কাঁদিনি
কাঁদব সেদিন শুনব যেদিন
সুখী হতে পারোনি

ভালো আছ তো আমাকে ভুলে
পেয়েছ কি সুখের দেখা?
আমিও তো ভালোই আছি
তোমাকে ছাড়া একা একা

তুমি চলে গেছ বলে আমি
একটুও কাঁদিনি
কাঁদব সেদিন শুনব যেদিন
সুখী হতে পারোনি

ভালো আছ তো আমাকে ভুলে



Credits
Writer(s): Pradip Kumar Saha
Lyrics powered by www.musixmatch.com

Link