Jagat Jure Udar Sure

জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে
জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে
সে গান কবে গভীর রবে
বাজিবে হিয়া-মাঝে
জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে

বাতাস জল আকাশ আলো
সবারে কবে বাসিব ভালো
বাতাস জল আকাশ আলো
সবারে কবে বাসিব ভালো
হৃদয়সভা জুড়িয়া তারা
বসিবে নানা সাজে
হৃদয়সভা জুড়িয়া তারা
বসিবে নানা সাজে

জগৎ জুড়ে উদার সুরে
আনন্দ গান বাজে

নয়ন দু'টি মেলিলে কবে
পরান হবে খুশি
যে পথ দিয়া চলিয়া যাব
সবারে যাব তুষি
নয়ন দু'টি মেলিলে কবে
পরান হবে খুশি
যে পথ দিয়া চলিয়া যাব
সবারে যাব তুষি

রয়েছ তুমি, এ কথা কবে
জীবন-মাঝে সহজ হবে
রয়েছ তুমি, এ কথা কবে
জীবন-মাঝে সহজ হবে
আপনি কবে তোমারি নাম
ধ্বনিবে সব কাজে
আপনি কবে তোমারি নাম
ধ্বনিবে সব কাজে

জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে
সে গান কবে গভীর রবে
বাজিবে হিয়া-মাঝে
জগৎ জুড়ে উদার সুরে
আনন্দগান বাজে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link