Akash Vangar Gaan

গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু
নবীনা বরষা এনেছে ভরসা এই ভুবনে
গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু

মেঘ ভাঙা রোদ্দুর আমাকে জড়ালো
আমার আঁধার মন কী ভেবে ভরালো
মেঘ ভাঙা রোদ্দুর আমাকে জড়ালো
আমার আঁধার মন কী ভেবে ভরালো

না বলা কথা যদি ভেবে বলা যেতো
না বলা কথা যদি ভেবে বলা যেতো
চোখেতে চোখেতে গানেতে গানেতে
মন যদি খোলা যায়

গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু

মৃদঙ্গ বাজে ওই, তার সাথে মুরলী
চকিতে উজলি ওঠে, ছোটে ওই বিজলী
মৃদঙ্গ বাজে ওই, তার সাথে মুরলী
চকিতে উজলি ওঠে, ছোটে ওই বিজলী

সময় মেলে দেয় একটা সাদা খাতা
জীবন লিখে দেয় হৃদয়ের কবিতা
সময় মেলে দেয় একটা সাদা খাতা
জীবন লিখে দেয় হৃদয়ের কবিতা

হাওয়ায় হাওয়ায় ভাসে বরষার গীতিকা
হাওয়ায় হাওয়ায় ভাসে বরষার গীতিকা
একেলা একেলা এভাবে সেভাবে
কত দিন চলে যায়

গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু
নবীনা বরষা এনেছে ভরসা এই ভুবনে
গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু
গগনে গরজে দেয়া গুরু গুরু



Credits
Writer(s): Lilamoy Patra
Lyrics powered by www.musixmatch.com

Link