GhorGari

চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ী
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে

দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই

আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখা যায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে



Credits
Writer(s): Ishmam Intiser Majid
Lyrics powered by www.musixmatch.com

Link