Amito More Jabo

জীবন আর মৃত্যু, এ এটুকু সময়সেতু পাড়ি দিতে
যে জাতি ও মানুষের কাছে কল্যাণকর কিছু রেখে যায়
তার দৈহিক অথবা জাগতিক মৃত্যু হয় ঠিকই
কিন্তু মানুষের মনে থেকে যায় আমরণ
রয়ে যায় অযুত লক্ষ যুগ

আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই
আছিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি?
আমি মরে যাবো

আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই
আছিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি?
আমি মরে যাবো

মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়
সবাই মোরে মাটি দেবে, হইবে অস্থির
মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়
সবাই মোরে মাটি দেবে, হইবে অস্থির

আমায় দেবে মাটি-
আমায় দেবে মাটি, ভুলত্রুটি চেয়ে নেবে ক্ষমা
কেউবা এসে হিসাব নেবে কোন ব্যাংকে কী জমা
আমি মরে যাবো

মরে যাবো, রেখে যাবো দুনিয়ার সম্পদ
এই সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ
মরে যাবো, রেখে যাবো দুনিয়ার সম্পদ
এই সম্পদই ডেকে আনবে আপদ আর বিপদ

সম্পদ ভাগের জন্য
সম্পদ ভাগের জন্য মনমালিন্য, হবে সূত্রপাত
একজনকে করবে আরেকজন আঘাত-অপবাদ
আমি মরে যাবো

আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই
আছিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি?
আমি মরে যাবো

আমি তো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই
আছিস কি কেউ সঙ্গের সাথী, সঙ্গে আমার যাবি?
আমি মরে যাবো



Credits
Writer(s): Abdus Sattar Mohonto Shah
Lyrics powered by www.musixmatch.com

Link