Ei To Besh Ei Nadir Teere

এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা
এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা
একটি-দু'টি কথা একটু মাঝে মাঝে আনমনা
এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা

হয়তো হাত লেগে পড়েছে খোঁপা থেকে ফুল ঝরে
হয়তো তাই তুমি ভাসিয়ে দিলে জলে ভুল করে
আকাশে আঁকা ঐ সোনালী মেঘে মেঘে আল্পনা
আকাশে আঁকা ঐ সোনালী মেঘে মেঘে আল্পনা

এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা
এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা

বটের ছায়াটুকু কখন হয়ে গেছে আরো নিবিড়
কখন গাছে গাছে অলস পাখিদের জমেছে ভিড়
বটের ছায়াটুকু কখন হয়ে গেছে আরো নিবিড়

খুশির আলো জাগা এমন ভালো লাগা এই ক্ষণে
এখন কত রাত বুঝি তা কারো আর নেই মনে
চলেছে দু'জনের হাসির রঙে রঙে জাল বোনা
চলেছে দু'জনের হাসির রঙে রঙে জাল বোনা

এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা
একটি-দু'টি কথা একটু মাঝে মাঝে আনমনা
এই তো বেশ এই নদীর তীরে বসে গান শোনা



Credits
Writer(s): Shyamlal Gupta Prashad
Lyrics powered by www.musixmatch.com

Link