Polatok Ami

পলাতক আমি তোমার শহরে
ভুলে গেছি কী ছিলাম
ফেরারি এই আমি তোমার কারণে
কত যে ফিরে গেলাম

এ মন তবু চায় বলতে তোমায়
আমি যে তোমারই ছিলাম

তোমার কতটা ছিলাম
তোমার কতটা ছিলাম

বাঁধা ছিল না, ধরা ছিল না
তাই তো হয়েছি এমন
তোমাকে ছাড়া এক জীবনে
দেখিনি অন্য স্বপন

এ মন তবু চায় বলতে তোমায়
আমি যে তোমারই ছিলাম

তোমার কতটা ছিলাম
তোমার কতটা ছিলাম

আজ আশা নেই, কোনো ভাষা নেই
কেন যে মন কথা কয়
আমার সকল পরাজয়ে
তোমার বাড়ে আশ্রয়

এ মন তবু চায় বলতে তোমায়
আমি যে তোমারই ছিলাম

তোমার কতটা ছিলাম
তোমার কতটা ছিলাম

পলাতক আমি তোমার শহরে
ভুলে গেছি কী ছিলাম
ফেরারি এই আমি তোমার কারণে
কত যে ফিরে গেলাম

এ মন তবু চায় বলতে তোমায়
আমি যে তোমারই ছিলাম

তোমার কতটা ছিলাম
আমি যে তোমারই ছিলাম
তোমার কতটা ছিলাম
আমি যে তোমারই ছিলাম



Credits
Writer(s): Bijoy Mamun
Lyrics powered by www.musixmatch.com

Link