Ogo Sagar Ami Bahir Holem

ওগো সাগর, ওগো সাগর
আমি বাহির হলাম এ কোন অভিসারে
কে যেন তোমার মতো মোহন রূপে
ভোলায় মোরে বারে বারে
কে যেন তোমার মতো মোহন রূপে
ভোলায় মোরে বারে বারে
সাগর, আমি বাহির হলাম এ কোন অভিসারে

এই ঝড়ের বাঁশি বাজালো কে দুরন্ত
এই ঝড়ের বাঁশি বাজালো কে দুরন্ত
উঠলো জেগে আমার বুকে বন্দিনী কোন ঘুমন্ত
অদেখা কোন বিজয়ীর আগমনী বাজলো
অদেখা কোন বিজয়ীর আগমনী বাজলো
বাজলো আমার প্রাণের দ্বারে

সাগর, আমি বাহির হলাম এ কোন অভিসারে

এই উতল হাওয়ায় চলেছে আজ মন ভেসে
এই উতল হাওয়ায় চলেছে আজ মন ভেসে
সাগর, তুমি বলতে পারো বন্ধু থাকে কোন দেশে?
আমি যে দেখার আগেই দিয়েছে মোর মালা
আমি যে দেখার আগেই দিয়েছে মোর মালা
সেই অপরুপ অজানারে

সাগর, ওগো সাগর
ওগো সাগর, আমি বাহির হলাম এ কোন অভিসারে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link