Kholakhuli Bolte Gele (From "Raja Rani Raji")

খোলা খুলি বলতে গেলে
পরে গেছি তোর কবলে
তলিয়েছে মন, ভীষণ রকম
অথাই জলে ×2
সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি এত টা ডুবেছি
তোর ই তো কারণে তোকেই তো ভালোবাসতে গিয়ে
খোলা খুলি বলতে গেলে
পরে গেছি তোর কবলে
তলিয়েছে মন, ভীষণ রকম
অথাই জলে
কপাল গুণে পেয়েছি তোকে সেই সব দিনে
যখন খালি বৃষ্টি ছাড়া ছিল না উপায়
ও... এক সাথে চল পেরিয়ে যাব জমানো
জল পথের ধারে পা ডুবিয়ে কোথায় কোথায়
সাঁতার কেটেছি, ঘুম হেঁটেছি এত টা ডুবেছি
তোর ই তো কারণে তোকে তো ভালোবাসতে গিয়ে
খোলা খুলি বলতে গেলে
পরে গেছি তোর কবলে
তলিয়েছে মন, ভীষণ রকম
অথাই জলে
So long miss left can be polite
Or heart can see
So long left this
And this kiss
Like to be
You touch my heart
When
বলা কওয়া পেরিয়ে গেছে
ধরা ছোয়ার
বাইরে ধরা দে তুই চুপটি করে
ও নিঝুম রাত্রে জোছনা হয়ে আমার
হাতে পরে যা এসে নিজের মত আমার ঘরে
সাঁতার কেটেছি, ঘুম হেঁটেছি এত টা ডুবেছি
তোর ই তো কারণে তোকেই তো ভালোবাসতে গিয়ে
খোলা খুলি বলতে গেলে
পরে গেছি তোর কবলে
তলিয়েছে মন, ভীষণ রকম
অথাই জলে
Music...
(End)



Credits
Writer(s): Prasen, Lincon
Lyrics powered by www.musixmatch.com

Link