Jemon Cholbe (Duet)

যেমন চলবে তুমি ভাবছো
জীবন তেমন নয়
কেউ জানে না
শুধু জানে এ সময়

যে ছিল তোমার চেনা মানুষ
হঠাৎ অচেনা হবে
যে ছিল তোমার প্রাণের মানুষ
হঠাৎ মুখ ফেরাবে

মানতে চাও না তবুও তোমায়
এটাই মানতে হয়
কেউ জানে না
শুধু জানে এ সময়

বিনা মেঘে নামবে বৃষ্টি
স্তব্ধ বাতাস ঝরাবে পাতা
বিনা মেঘে নামবে বৃষ্টি
স্তব্ধ বাতাস ঝরাবে পাতা
চেনা সুরে বাজবে বেসুর
ধূসর লাগে, ধূসর লাগে, ধূসর লাগে

স্মৃতির পাতায় যে ছিল চেনা মানুষ
হঠাৎ অচেনা হবে
যে ছিল প্রাণের মানুষ
হঠাৎ মুখ ফেরাবে

যেমন মিলবে ভাবছো তুমি
মিলন তেমন নয়
কেউ জানে না
শুধু জানে এ হৃদয়
তবু আবার ভালোবাসা
ক্লান্তি পথ খুঁজে পায়
স্বপ্ন দেখায় নতুন কথায়
পথিক গান গেয়ে যায়

গাইতে চাও না তবু তোমায়
এ গান গাইতে হবে
কেউ জানি না
শুধু জানে সময়



Credits
Writer(s): Aninda Bose, Narottam Prosad Sil
Lyrics powered by www.musixmatch.com

Link