Ohe Jibanaballava

ওহে জীবনবল্লভ, ওহে সাধনদুর্লভ
ওহে জীবনবল্লভ
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব

দিনু চরণতলে, দিনু চরণতলে
কথা যা ছিল দিনু চরণতলে
কথা যা ছিল দিনু চরণতলে
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে
আমি কী আর কব

ওহে জীবনবল্লভ

এই সংসারপথসঙ্কট অতি কন্টকময় হে
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমুরতি তব

নীরবে যাব, আমি নীরবে যাব
পথের কাঁটা মানব না, আমি নীরবে যাব
পথের কাঁটা মানব না, আমি নীরবে যাব
হৃদয়ব্যথায় কাঁদব না, আমি নীরবে যাব
হৃদয়ব্যথায় কাঁদব না, আমি নীরবে যাব
আমি কী আর কব

ওহে জীবনবল্লভ

আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে
তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব

মাথায় লব, আমি মাথায় লব
তুমি যাহা দিবে তাই মাথায় লব
তুমি যাহা দিবে তাই মাথায় লব
সুখ দুখ তব পদধূলি বলে মাথায় লব
সুখ দুখ তব পদধূলি বলে মাথায় লব
আমি কী আর কব

ওহে জীবনবল্লভ

অপরাধ যদি করে থাকি পদে, না করো যদি ক্ষমা
তবে পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব

দিয়ো বেদনা, দিয়ো বেদনা
যদি ভালো বোঝ দিয়ো বেদনা
যদি ভালো বোঝ দিয়ো বেদনা
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা
আমি কী আর কব

ওহে জীবনবল্লভ

তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে
তুমি ছাড়া আর কী আছে আমার, মৃত্যু-আঁধার ভব

নিয়ো চরণে, নিয়ো চরণে
ভবের খেলা সারা হলে নিয়ো চরণে
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে
আমি কী আর কব

ওহে জীবনবল্লভ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link