Bhor Theke Aaj

ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়

ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট
ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়

ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়

তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা
খঞ্জন দুটি আলস্যভরে ছেড়েছে খেলা
কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়, আয় গো আয়

ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়

মেঘ ছুটে গেল, নাই গো বাদল, আয় গো আয়
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায়
আয় গো আয়
এ ঘাট হইতে ও ঘাটে তাহার কথা বলাবলি নাহি চলে আর
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়
আয় গো আয়

ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়
ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link