Khirki Tekhe Singhaduar

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা,
কোনটা প্রলাপ কোনটা কথা
তোমরা নিজেই জানো না।
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমরা নিজেই জানো না।

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী

তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও।
তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও।

তোমাদের কোনটা বাসর, কোনটা হারেম,
কোনটা নেশা, কোনটা যে প্রেম
তোমরা নিজেই জানো না।
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমরা নিজেই জানো না।

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী

জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধুই চোখের ভুলে।
জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধুই চোখের ভুলে।

তোমাদের কোনটা আসল কোনটা নকল,
কোনটা শুধু জবর দখল
তোমরা নিজেই জানো না।
এর বাইরে জগত আছে, তোমরা মানো না
তোমরা নিজেই জানো না।

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী



Credits
Writer(s): Nachiketa Ghosh, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link