Gaanguli Mor

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর
ওরা বন্যাধারায় পথ যে হারায়
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল
গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর

ওরা কেনই আসে যায় বা চলে
অকারণের হাওয়ায় দোলে
কেনই আসে যায় বা চলে
অকারণের হাওয়ায় দোলে
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর

ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই
ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে
উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে
ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল

গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর
ওরা বন্যাধারায় পথ যে হারায়
ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল
গানগুলি মোর শৈবালেরই দল
গানগুলি মোর



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link