Taire Naire Na

তাইরে নাইরে না, তা-না-না-না-না
তাইরে নাইরে না, তা-না-না-না-না
এমন কোনো ধাঁধাঁ বলো যা কেউ জানে না
পারবে যেজন দিতে জবাব, পাবে সোনাদানা
Sister, বলো না, একটা ধাঁধাঁ বলো না

ছোট্ট পুকুর দু'টি, কালো ঘাসে ঘেরা
ছোট্ট পুকুর দু'টি, কালো ঘাসে ঘেরা
মাঝে তাহার কাটে সাঁতার কালো মানিক হীরা
ফেললে পাথর তবেই তাতে বহে জলের ধারা

বলো তো, কী
বলো, বলো
কুয়া?
না, না, না
জলের বোতল?
না, না
চোখ
হ্যাঁ, চোখ!

এমন দুনিয়া সে কোথায় বলো আছে রঙে রঙে ভরা
এমন দুনিয়া সে কোথায় বল আছে রঙে রঙে ভরা
নদী পাহাড় মরু শহর নগর আছে সাগর দিয়ে ঘেরা
নেইকো সাগরে জল, পাহাড় সে সমতল
নেইকো সাগরে জল, পাহাড় সে সমতল
নেইকো জনমানব সেথা, এমনি মজার ধরা

বলো, কী
আফ্রিকা?
না, না
মরুভূমি?
না, না
মানচিত্র
হ্যাঁ, মানচিত্র!

তাইরে নাইরে না, তা-না-না-না-না
এমন কোনো ধাঁধাঁ বলো যা কেউ জানে না
পারবে যেজন দিতে জবাব, পাবে সোনাদানা

আচ্ছা, বলো দেখি, বাচ্চা কে সে এমন
আচ্ছা, বলো দেখি, বাচ্চা কে সে এমন
মায়ের পেটে নেয়নি জনম, বাপ দেখেনি কেমন
খায় না কিছু, তেষ্টা ভীষণ, জল খেতে চায় দু' মণ

বলো, কী
মাছের বাচ্চা?
না, না
চৌবাচ্চা
হ্যাঁ, চৌবাচ্চা!

এমন মা কে আছে, বরফ সিঁথিতে তার
হাত-পা সাগর জলে
এমন মা কে আছে, বরফ সিঁথিতে তার
হাত-পা সাগর জলে
সদা উঁচু মাথা, সবার সে যে মাতা
কোটি মেয়ে ছেলে
নানান ভাষা বলে, নানান মতে চলে
নানান ভাষা বলে, নানান মতে চলে
মা যদি সে বলে, সবাই মরবে দলে দলে

বলো তো কে
Sister?
হ্যাঁ, sister
আমাদের মা sister
না না, দেশমাতা
ভারতবর্ষ
হ্যাঁ, ভারতবর্ষ!



Credits
Writer(s): Salil Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link