Amar Kalo Meye Raag Korechhe

আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?

আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?
রাগ করে তাই সারা গায়ে মেখেছে সে কালি
আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?

যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে যে তার হাসি মুখের চেয়ে
যখন রাগ করে মোর অভিমানী মেয়ে
আরো মধুর লাগে যে তার হাসি মুখের চেয়ে
কালো রূপের দেউল করলে আলোকে
অনুরাগের প্রদীপ জ্বালি

আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?

পরেনি সে বসন ভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে যে ভুবন মোহন বেশ
পরেনি সে বসন ভূষণ, বাঁধেনি সে কেশ
তারি কাছে হার মানে যে ভুবন মোহন বেশ
রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে
রাগিয়ে তারে কাঁদি যখন দুখে
দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে
আমার রাগী মেয়ে, তাই তারে দিই জবা ফুলের ডালি

আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?
রাগ করে তাই সারা গায়ে মেখেছে সে কালি
আমার কালো মেয়ে রাগ করেছে
কে দিয়েছে গালি?
মাকে কে দিয়েছে গালি?



Credits
Writer(s): Swagatalakshmi Dasgupta, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link