Amar Shawhore - From "Ebar Morle Gachh Hawbo"

আমি জানি তুমি সঙ্গীহীন
বাড়ি ফিরে এসে এঁটো বাসনের
ভিড়ে বসে তুমি ভাবো
শহরে ভালবাসা নেই
কোনো প্রিয় গাছ নেই
কোনো প্রিয় গলি নেই
আমি জানি তুমি বাঁচতে চাও
আরও ভালভাবে থাকতে চাও
বলেই তুমি খাঁটো

যখন দেখো আশা নেই
থেমে আছো ওখানেই
কাজের কোনো দাম নেই

শুধু যন্ত্রণার বেলুন ওড়ে আকাশে
মৃত কারখানার কালিতে ঢাকা সে

ধূলো জমে আছে আমার শহর
ভেঙেচূড়ে গেছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গেছে আমার শহর
তবু শেকড়ের টানে আমি
ট্রামলাইন আঁকড়িয়ে থাকি

এই শহরের ঘুম ভাঙে
দেখে নদী ঘোলা জলে
মনমরা হয়ে একা শুয়ে আছে
চোখ জ্বলে ধোঁয়াতে
আধঘুম শোয়াতে
আধখানা ছোঁয়াতে

তবু ছেড়ে যেতে চাইছো না
ফিরে ফিরে আসো বারবার
চেনা কোনো প্রেমিকার টানে
দেয়ালে আঁকা ছবিকে
ভুলে যাওয়া কবিকে
ফিরে পেতে নিজেকে

শুধু যন্ত্রণার বেলুন ওড়ে আকাশে
আর ট্রাফিকের আর্তনাদে ঢাকা সে

ধূলো জমে আছে আমার শহর
ভেঙেচূড়ে গেছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গেছে আমার শহর
তবু শেকড়ের টানে আমি
ট্রামলাইন আঁকড়িয়ে থাকি

ধূলো জমে আছে আমার শহর
ভেঙেচূড়ে গেছে আমার শহর
গুলি লেগে আছে আমার শহর
চটি ছিঁড়ে গেছে আমার শহর
তবু শেকড়ের টানে আমি
ট্রামলাইন আঁকড়িয়ে থাকি



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link