Tui Amar Sob

তুই আমার জীবনের সব
হৃদয় দিয়ে তোরে করি অনুভব
তুই আমার জীবনের সব
হৃদয় দিয়ে তোরে করি অনুভব

তুই বিহীন মন মেঘে ঢাকা
তোরে ছাড়া আজ বেঁচে থাকা
একেবারে অসম্ভব

ভেতরে বাহিরে শুধু তোর উৎসব
আমার ভেতরে বাহিরে শুধু তোর উৎসব

তুই ছাড়া আমার নেই, কিছু নেই
তোর ছায়া হয়ে আমি তোর পিছু নেই
ও, তুই ছাড়া আমার নেই, কিছু নেই
তোর ছায়া হয়ে আমি তোর পিছু নেই

তুই বিহীন মন মেঘে ঢাকা
তোরে ছাড়া আজ বেঁচে থাকা
একেবারে অসম্ভব

ভেতরে বাহিরে শুধু তোর উৎসব
আমার ভেতরে বাহিরে শুধু তোর উৎসব

সব ভালোবাসায় চাই, তোরে চাই
তোর মায়া দিয়ে আমি মন গড়ে যাই
ও, সব ভালোবাসায় চাই, তোরে চাই
তোর মায়া দিয়ে আমি মন গড়ে যাই

তুই বিহীন মন মেঘে ঢাকা
তোরে ছাড়া আজ বেঁচে থাকা
একেবারে অসম্ভব

ভেতরে বাহিরে শুধু তোর উৎসব
আমার ভেতরে বাহিরে শুধু তোর উৎসব



Credits
Writer(s): Avi Akash, Delowar Arjuda Sharaf, Musfiq Litu
Lyrics powered by www.musixmatch.com

Link