Babodhan

ব্যবধানটা খুব বেশি নয়
মাত্র কয়েকটা হাত
পরিচয়টাও খুব বেশী নয়
মাত্র কয়েকটা রাত

ব্যবধানটা খুব বেশি নয়
মাত্র কয়েকটা হাত
পরিচয়টাও খুব বেশী নয়
মাত্র কয়েকটা রাত

মুঠোফোন হাতে রোজ দাঁড়াতে
ব্যালকনিটার ধারে
আমিও আকাশ দেখার ছলে
দেখতাম বারে বারে

ভাবনাগুলো ওলটপালট
হয়ে যেত সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে

ভাবনাগুলো ওলটপালট
হয়ে যেত সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে

হাসি হাসি মুখে প্রশ্রয় ছিল
তোমার চোখের পাতায়
কবিতার মতো মিলে যেত সব
আমার মনের খাতায়

হাসি হাসি মুখে প্রশ্রয় ছিল
তোমার চোখের পাতায়
কবিতার মতো মিলে যেত সব
আমার মনের খাতায়

ভাবনাগুলো ওলটপালট
হয়ে যেত সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে

ভাবনাগুলো ওলটপালট
হয়ে যেত সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে

ভেসে গেছি রোজ উজান স্রোতে
দু'জনেই মনে মনে
কখন যেন ভালোবাসাটা
জন্মালো নির্জনে

ভেসে গেছি রোজ উজান স্রোতে
দু'জনেই মনে মনে
কখন যেন ভালোবাসাটাই
জন্মালো নির্জনে

ভাবনাগুলো ওলটপালট
হয়ে গেল সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে

ভাবনাগুলো ওলটপালট
হয়ে গেল সব কী যে
মনটা রেখে তোমার পাড়ায়
উধাও হতাম নিজে



Credits
Writer(s): Kishore
Lyrics powered by www.musixmatch.com

Link