Sharat - Recitation

শরৎ
কবিতা সিংহ

রবীন্দ্র-পরবর্তী যুগে যারা আধুনিক শৈলীতে কবিতা লিখতেন
তাঁদের মধ্যে তিনজন ছিলেন মহিলা
রাজলক্ষ্মী দেবী, হেনা হালদার ও কবিতা সিংহ
প্রথম দুজনের নাম এখন সাধারণভাবে শোনা না গেলেও
কবিতা সিংহের কবিতা আজও জনপ্রিয়
প্রেম, সামাজিক টানাপোড়েন
এবং নারীজীবনের সমস্যা তাঁর কবিতায় বারবার এসেছে

এই কবিতাটিতে মিশে গেছে প্রকৃতি আর প্রেম
কবিতা সিংহের কবিতা অত্যন্ত ধারালো, নির্মেধ, বাহুল্য বর্জিত
আবৃত্তির সময় খেয়াল রাখতে হবে এই ধার যেন চলে না যায়
কবিতাটি যেন আবেগে সিক্ত না হয়ে পড়ে

আহা কী অমল আলো, সকালে ঘুম ভাঙাল!
ডেকে ডেকে নিয়েই গেল যেখানে কাশ দুলেছে
দুলেছে, কাশ দুলেছে, মন ভুলেছে প্রাণ ভুলালো
আহা কী সোনা সোনা, আহা কী হিরে হিরে!
রোদে দেখ ঘুম মিশেছে, গান গান শান্ত মিড়ে

সহসা ভালোবাসা ফুল ফুল রং ওঠালো
রং ওঠালো নীল-গোলাপি, কলাপাতা কী জমকালো!
হালকা রঙের আভা ভোলালো, সব ভোলালো
আহা কী অমল আলো, আহা কী অমল আলো!
আহা কী অমল আলো!

বুকে যে বিঁধেছে কাঁচ, কাঁচ এসে চিঁড়ে দিলো
রক্তের সোনালি মাছ বুকে দেখ সাঁতরে গেল
বহুদিন বুকের দেওয়াল ফেটে ফেটে চিড় ধরেছে
বহুদিন ভিতর ভিতর মরেছে, কেউ বেঁচেছে
আজকের নীলাভ আলোয় দুলল অমল কালো
যে কালোর রূপ-রেশমে কেউ চাঁদ ফুটিয়ে গেল

সলমা চুমকিগুলো তারাদের ঝলকে দিলো
ফুট ফুট চন্দ্রমুখী কুমুদ পাথার ফুটিয়ে দিলো
ছলছল জলরঙা এই শরতের সাঁঝ-প্রভাতে
মনে হয় সময় বেয়ে চলেছি নদীর সাথে
কাঁচ কাঁচ লুকোনো কাঁচ ভাঙো আজ আমার ভিতর
স্ফটিকে দুলুক একা হৃদয়ের রক্তে যে নাচ

বুকে যে বিঁধেছে কাঁচ
বুকে যে বিঁধেছে কাঁচ
বুকে যে বিঁধেছে কাঁচ



Credits
Writer(s): Kabita Singha
Lyrics powered by www.musixmatch.com

Link