Bolcho Na Keno

এই ফাল্গুন
যায় ডেকে ফুটে যত হাজার ফুল
কোন সে আগুন
থায় বুকে মন আমার হল ব্যকুল
দেব সারা
না রে না
আমি ধরা দেব না
মন করা
নরে যাক
তবু সারা দেব না
কে এসে হায় যায় ফিরে যায়
আমি তাই কখনো ফিরে ডাকবো না
মন জানালা খুলে তো রাখব না...
অকারন দোটানায় আর তো থাকবনা
উজাটনে মন কত বোঝাবে বল
উজাটনে মন বোঝাকনা বোঝাবে কত বল
এই ফাল্গুন
যায় ডেকে ফুটে যত হাজার ফুল
কোন সে আগুন
থায় বুকে মন আমার হল ব্যকুল
যায় বয়ে যায় দক্ষিণ হাওয়ায়
ছুয়ে যায় অকারন এ চাওয়ায়
এ অবেলায় এ ভরা ফ্লাগুনে
সে চাওয়ার এ হ্রদয় ঘুরে হারায়
উজাটনে মন কত বোঝাবে বল
উজাটনে মন বোঝাকনা বোঝাবে কত বল
এই ফাল্গুন
যায় ডেকে ফুটে যত হাজার ফুল
কোন সে আগুন
থায় বুকে মন আমার হল ব্যকুল
দেব সারা
না রে না
আমি ধরা দেব না
মন করা
নরে যাক
তবু সারা দেব না
...এই ফাল্গুন...
...কোন সে আগুন...
...এই ফাল্গুন...
...থায় বুকে মন আমার হল ব্যকুল...



Credits
Writer(s): Hridoy Khan, Goonjohn Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link