Shunte Pelam Posta Giye

শুনতে পেলুম পোস্তা গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে?
গঙ্গারামকে পাত্র পেলে?
জানতে চাও সে কেমন ছেলে?

মন্দ নয়, সে পাত্র ভাল
রঙ যদিও বেজায় কালো
তার উপরে মুখের গঠন
অনেকটা ঠিক প্যাঁচার মতন

বিদ্যে বুদ্ধি? বলছি মশাই
ধন্যি ছেলের অধ্যবসায়!
১৯-টি বার ম্যাট্রিকে সে
ঘায়েল হয়ে থামল শেষে

বিষয়-আশয়? গরীব বেজায়
কষ্টে-সৃষ্টে দিন চলে যায়
মানুষ তো নয় ভাইগুলো তার
একটা পাগল, একটা গোঁয়ার

আরেকটি সে তৈরি ছেলে
জাল করে নোট গেছেন জেলে
কনিষ্ঠটি তবলা বাজায়
যাত্রাদলে পাঁচ টাকা পায়

গঙ্গারাম তো কেবল ভোগে
পিলের জ্বর আর পাণ্ডু রোগে
কিন্তু তারা উচ্চ ঘর
কংসরাজের বংশধর

শ্যাম লাহিড়ী বনগ্রামের
কি যেন হয় গঙ্গারামের
যা হোক, এবার পাত্র পেলে
এমন কি আর মন্দ ছেলে?



Credits
Writer(s): Sukumar Ray, Anup Ghoshal
Lyrics powered by www.musixmatch.com

Link