Khara Bayu Boy Bege

In Penang on 18 October 1927
Two days before his voyage back to India
Tagore composed this rousing song
As he witnessed another tropical storm
Gathering on the horizon

A fierce wind gusts
The clouds envelope all directions
Oh boatman, row your boat!
Hold the helm in your tight grasp
I will lift and tie the sail
Come, pull with force, heave-ho!

The chains clanked and cluttered again and again
This is not the boat's fearful cry
The tether of restraint is not tolerable anymore
That is why today it is reeling
Come, pull with force, heave-ho!

Counting the days and moments
Do not agitate your mind
Do not say to go or not to go
The ocean of doubt you will cross within
Do not look outside in anxiety

If the destroyer dances his wild matted locks
Storm ravaged the waves below
Do not be diffident
Dance to his rhythm, sing the song of victory
Come, pull with force, heave-ho!

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
তুমি কষে ধর হালো, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার

বন্ধন দুর্বার সহ্য না হয় আর
টলমল করে আজ তাই ও
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাহি যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে

গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাহি যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে

যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল

হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিও তাল
জয়-জয় জয়গান গাইয়ো
হাঁই মারো, মারো টান হাঁইয়ো হাঁইয়ো, হাঁইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো



Credits
Writer(s): . Ken, . Ohtake, Tagore Rabindranath
Lyrics powered by www.musixmatch.com

Link